Site icon Puspa2

আজ সোনার দাম

আজ সোনার দাম

সঞ্চয় হোক বা গহনা- বাঙালির জীবনে সোনা গুরুত্বপূর্ণ। তাই কিনতে চাই বা না চাই, সোনার দাম বাড়লে দুশ্চিন্তায় মাথা নত হয়, সস্তা হলে মন ভরে যায় খুশিতে। বিভিন্ন অর্থনৈতিক প্রবণতা, সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে হলুদ ধাতুর দাম ওঠানামা করে

12 জানুয়ারিতে,2025 কলকাতায় হলমার্ক সোনার গহনার দাম  7875  প্রতি গ্রাম ছিল  টাকা, আগের দিনের থেকে  0.07  শতাংশ বেশি

 

Exit mobile version